Banglar Chokh | বাংলার চোখ

নলডাঙ্গায় ডিজিটাল উদ্ভাবনী মেলা ও কৃষকদের মাঝে বীজ ও কৃষি উপকরণ বিতরণ

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: ২১:১৭, ৮ নভেম্বর ২০২২

নলডাঙ্গায় ডিজিটাল উদ্ভাবনী মেলা ও কৃষকদের মাঝে বীজ ও কৃষি উপকরণ বিতরণ

নিজস্ব ছবি

প্রযুক্তি নির্ভর জীবন যাত্রায় জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে নাটোরের নলডাঙ্গা উপজেলায় ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে নলডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। উদ্ভাবন,  ডিজিটাল সেবা, হাতের মুঠোয় সেবা এবং শিক্ষা ও কর্মসংস্থান এই চারটি বিষয়ভিত্তিক প্যাভিলিয়নের ২৫টি স্টলের মাধ্যমে মেলা প্রদর্শিত হচ্ছে। শিক্ষার্থীদের জন্যে আয়োজন করা হয়েছে প্রযুক্তি বিষয়ক প্রতিযোগিতা।পরে সরকারের প্রণোদনা কর্মসুচির আওতায় ২ হাজার ৬১০ জন কৃষকদের মাঝে ২০২২-২৩ অর্থ বছরে রবি মৌসুমে গম, ভূট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর খেসারী ও রাসায়নিক সার এবং ৫০% ভূর্তুকিতে ২টি কম্বাইন হার্ভেষ্টার মেশিন বিতরণ করেন। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস শুকুর,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম,উপজেলা নারী ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার,উপজেলা কৃষি কর্মকর্তা ফৌজিয়া ফেরদৌস উপস্থিত ছিলেন। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়