ফেনী ব্যাটালিয়ন ৪ বিজিবি, (সীপকস) এর আয়োজনে শীতার্ত দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
৩০ নভেম্বর বিকেল ৪টায় ব্যাটালিয়নের ৪ বিজিবি,দায়িত্বপূর্ণ এলাকা সিলোনীয়া স্কুল মাঠে ১২৫ টি দুঃস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপ-শাখা সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস), ফেনীর পক্ষ হতে শীতার্ত দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-শাখা সীপকস (ব্যাটালিয়ন), ফেনীর সাধারণ সম্পাদিকা ফারহানা পারভীন ও ভারপ্রাপ্ত সমন্বয়কারী অফিসার সহকারী পরিচালক মোঃ আলীউজ্জামান প্রমুখ উপস্থিত থেকে কম্বল বিতরন করেন।