
.
মরমি সাধক হাসন রাজা'র শততম মৃত্যু বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ করেছেন সুনামগঞ্জের নবনিযুক্ত জেলা প্রশাসক দিদারে আলম মো. মাকসুদ চৌধুরী।
মঙ্গলবার ( ৬ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটায় হাসন রাজা'র কবরস্থানে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্র্যাট বিজন কুমার সিংহ,নেজারত ডেপুটি কালেক্টর মেহেদী হাসান,সহকারী কমিশনার ইফতিসাম প্রীতি, হাসন রাজা পরিষদের প্রেসিডেন্ট সামারিন দেওয়ান,সাধারণ সম্পাদক দেওয়ান তাসাদ্দুক রাজা ইমন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।
পুষ্পস্তবক অর্পণ শেষে হাসন রাজা'র কবর জিয়ারত করেন নবাগত জেলা প্রশাসক দিদারে আলম মো. মাকসুদ চৌধুরী।