
নিজস্ব ছবি
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে সমাজ উন্নয়নে অবদান রাখার জন্য ৩জন নারীকে জয়িতা সম্মামনা দেওয়া হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে রোকেয়া দিবসের অনুষ্ঠানে তাদেরকে এসম্মানা দেওয়া হয়।
তারা হলেন, শিক্ষা ও চাকুরী বিষয়ে জয়ীতা দাস, নির্যাতনের বিভিষিকা কাটিয়ে সফল হওয়া নারী মমতা রানী চন্দ সফল জননী নারী সবিতা রায়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিশ্বজিত দেবের সভাপতিত্ব জনস্বাস্থ্য প্রকৌশলী রামকুমার সাহার সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের প্রশিক্ষক লক্ষী রানী দাস। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রাণী তালুকদার, সমাজ সেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শ্রীকান্ত সাহা, সাবেক ভাইস চেয়ারম্যান মিসবাহ উদ্দিন।
অন্যদের মাঝে বক্তব্য দেন জামালগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মো: ওয়ালী উল্লাহ সরকার, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শাহানা আল-আজাদ, জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মারজানা ইসলাম শিবনা, সফল জননী নারী সবিতা রায়।