Banglar Chokh | বাংলার চোখ

ফুলবাড়ীয়ায় বঙ্গবন্ধুর ছবি দিয়ে রাইস মিল ব্যারিকড এক কথিত শ্রমিক লীগ নেতার!

এম এ কালাম, ময়মনসিংহ

প্রকাশিত: ০১:৩৮, ৫ ফেব্রুয়ারি ২০২৩

ফুলবাড়ীয়ায় বঙ্গবন্ধুর ছবি দিয়ে রাইস মিল ব্যারিকড এক কথিত শ্রমিক লীগ নেতার!

নিজস্ব ছবি

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পাটিরা বাজারে জমি নিয়ে বিরোধের জের ধরে কথিত এক শ্রমিক লীগ নেতা রাইস মিলে যাওয়ার পথ বন্ধ করে দিয়েছে।

শনিবার (৪ জানুয়ারী) দুপুরে থানা থেকে পুলিশ গিয়ে দোকানের সামনে দেয়া ব্যারিকেড খুলে দিয়েছে। কথিত ঐ শ্রমিক নেতার নাম ডাঃ মোখলেছুর রহমান। তিনি ঢাকা উত্তর শ্রমিক লীগের সহ সভাপতি বলে নিজেকে পরিচয় দেন। এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। 
এলাকাবাসী ও পুলিশ জানায়, পাটিরা বাজারের উত্তর পাশে ফুলবাড়ীয়া- পাটিরা সড়কের পাশে ইছাহাক আলী নামে এক জন রাইস মিলের ব্যবসা করেন। ডাঃ মোখলেছুর রহমান রাইস মিলের সামনের জমি নিজের বলে দাবী করে সড়কের জমি প্লট আকারে বিক্রীর জন্য সাইনবোর্ড টানিয়ে দেন। মঙ্গলবার ভোরে ইছাহাক আলীর রাইস মিলে প্রবেশের পথ বন্ধ করে বঙ্গবন্ধুর একটি প্যানা টানিয়ে দেন ডাঃ মোখলেছুর রহমান। প্যান খুললে মামলার ভয় দেখান ডাঃ মোখলেছ। এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মধ্যে ক্ষোভ বিরাজ করে। শুক্রবার রাাতে ইছাহাক আলী তার রাইস মিল দখলের অভিযোগ দিলে শনিবার (৪ জানুয়ারী) থানার এস আই রুবেল খান রাইস মিলের সামনে থেকে প্যানা অপসারণ করেন। 

রাইস মিল মালিক ইছাহাক আলী বলেন, রাইস মিল চালিয়ে আমার সংসার চলে। আমার ঘরের সামনে দিয়ে সড়কের জমি বিক্রির জন্য আমাকে অনেক দিন ধরে চাপ প্রয়োগ করছে ডাঃ মোখলেছ। সড়কের জমি না কেনার সে আমার ঘরের সামনে বঙ্গবন্ধুর প্যানা টানিয়েছে। 

ডাঃ মোখলেছুর রহমান মোবাইলে সাংবাদিক পরিচয় জানার পর তিনি নিজেকে ঢাকা উত্তর শ্রমিক লীগের সহ সভাপতি দাবী করে বলেন, আপনার সাথে পরে কথা হবে। 
কালাদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম বলেন, ডাঃ মোখলেছ আওয়ামী লীগের কেউ না। তাকে বঙ্গবন্ধুর প্যানা রাইস মিলের সামনে থেকে সরিয়ে ফেলার জন্য বলা হয়েছে। বঙ্গবন্ধুর ছবি টানিয়ে সে জমি দখলের চেষ্টা করছে। 

ফুলবাড়ীয়া থানার এস আই রুবেল খান জানান, অভিযোগ পাওয়ার রাইস মিলের সামনে থেকে প্যানা সরিয়ে ফেলা হয়েছে। ডাঃ মোকলেছকে পাওয়া যায় নাই। সে পালিয়ে গেছে। 
 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়