
নিজস্ব ছবি
কলারোয়া পৌরসভায় বিশুদ্ধ পনি সরবরাহ শুরু হয়েছে । এই পৌর ১৯৯০সালে স্থাপিত হওয়ার পর থেকে কলারোয়ায় বিশুদ্ধ পানি সংকট সৃষ্টি হয়ে আসছে। বহু প্রশাসক ও মেয়র এই পৌরসভার দায়িত্ব পালন করলেও পৌরবাসীকে বিশুদ্ধ পানি সরবরাহ করতে পারেনি। যখন কলারোয়া পৌরবাসী বিশুদ্ধ পানি নিয়ে চারিদিকে হৈ চৈ সৃষ্টি শুরু হয়। ঠিক সেই সময়ে বিপুল ভোটে নির্বাচিত হয়ে কলারোয়া পৌরসভার মেয়র হিসাবে দায়িত্ব পান মাস্টার মনিরুজ্জামান বুলবুল। তিনি পৌরসভায় দায়িত্ব নিয়ে প্রথমে এলাকাবাসীর কথা চিন্তা করে বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করেন। আর তিনি কলারোয়া পৌরসভার ৯টি ওয়ার্ডে পাইপ লাইন বসিয়ে পানি সরবরাহ নিশ্চিত করেন। বর্তমানে কলারোয়া পৌরসভায় সল্প মূল্যের এই পানি দিয়ে পৌরবাসী গোসল, রান্না-বান্না ও খাওয়ায় ব্যবহার করছেন। এখন আর কলারোয়ায় পানির হাহা কার নেই। এবিষয়ে কলারোয়া পৌরসভার মেয়র বলেন-পৌরবাসীর সহযোগিতা পেলে আরো বেশি বেশি কাজ করে পৌর উন্নয়নের আমার এক নম্বরে পৌছাবো এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো। এটায় আমার প্রত্যাশা। পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) সোহরাওয়ার্দী হোসেন বলেন-কলারোয়া পৌরসভার উদ্যোগে পানির গুণগত মান পরীক্ষার সহজ ও সুবিধা পাচ্ছে কমিউনিটি দরিদ্র ও হতদরিদ্র জনগোষ্ঠী। এর ফলে সহজেই পৌরবাসী পানযোগ্য পানির উৎস নির্ধারণ করতে পারছেন। একইভাবে পানিবাহিত আর্সেনিকোসিস রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব হচ্ছে। তিনি আরোর বলেন-পৌর সভার মেয়র স্যারের উদ্যোগে কলারোয়া পৌরসভায় পানি পরীক্ষার কার্যক্রম চালু হয়েছে। পৌরসভার পানি শাখা হতে পানির গুণগত মান পরীক্ষা করা হচ্ছে। পৌরসভার নতুন উদ্যোগের মাধ্যমে পৌরসভা ও কমিউনিটি জনগোষ্ঠীর মধ্যে সেতুবন্ধন হয়েছে। পানি পরীক্ষার সহজ সরল পদ্ধতির দ্বার উন্মোচন হয়েছে।