Banglar Chokh | বাংলার চোখ

ভৈরবে বধুনগর ইসলামপুর গ্রামে ভাংচুর লুটপাটে ধ্বংসস্তুপ, নারী পুরুষ শুণ্য গ্রাম

এম.আর রুবেল, ভৈরব প্রতিনিধি

প্রকাশিত: ০১:৫৮, ৭ ফেব্রুয়ারি ২০২৩

আপডেট: ০২:০০, ৭ ফেব্রুয়ারি ২০২৩

ভৈরবে বধুনগর ইসলামপুর গ্রামে ভাংচুর লুটপাটে ধ্বংসস্তুপ, নারী পুরুষ শুণ্য গ্রাম

নিজস্ব ছবি

খুনের ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘ ২০দিন ধরে বাড়িঘর লুটপাট ও ভাংচুর কার্যক্রম চালিয়েছে প্রতিপক্ষের লোকজন।
প্রতিদিনই দলবেঁধে ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট চললেও স্থানীয় লোকজন ও পুলিশের ভুমিকা নিষ্ক্রিয় বলে অভিযোগ উঠেছে।
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়নের বধুনগর ইসলামপুর গ্রামে মোঃ কালা মিয়া খুনের ঘটনায় এসব লুটপাট ও ভাংচুরের ঘটনা অব্যাহত রয়েছে। 
খুন ও ভাংচুর লুটপাটের ঘটনায় প্রায় দুই সপ্তাহ পর দু'পক্ষই থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেছে। তবে পুলিশের ভুমিকায় সন্তুষ্ট নয় বলে অভিযোগ ভাংচুর ও লুটপাটের পক্ষের লোকজনের। খুনের ঘটনার ২০দিনেও বধুনগর ইসলামপুর ও লুন্দিয়া গ্রামের প্রায় ৭০-৮০টি পাকা ও টিনের ঘরবাড়ি লুটপাট ও ভাংচুরের কারণে ধ্বংসস্তুপে পরিনত হয়েছে। এঘটনায় বাড়িঘর ছেড়ে আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিজের কয়েকশত শিশু কিশোর ও বিভিন্ন বয়সের নারী পুরুষ। ফলে কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতিসহ শিক্ষা ও কৃষিকাজ ব্যহত হচ্ছে ওই গ্রামের লোকজনের। ভংচুর ও লুটপাটের ঘটনায় অন্তত ১০-১২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী প্রতিপক্ষের।

ভুক্তভোগী ও স্থানীয়রা বলেন, গত ১৬ জানুয়ারি, শ্রীনগর ইউনিয়নের বধুনগর গ্রামে আলফাজ পক্ষের লোকজন  হারুন মেম্বারের পক্ষের  কালা মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যার ঘটনা ঘটায়। নিহতের ঘটনার পর মোঃ আলফাজ মিয়ার পক্ষের লোকজন বাড়িঘর ছেড়ে অন্যত্র পালিয়ে যাওয়ায় নিহতে পক্ষের লোকজন প্রতিপক্ষের প্রায় শতাধিক বাড়িঘর ভাংচুর, টাকাপয়সা, গরু ছাগল হাস মুরগিও লুট করে নিয়ে যায়। লুটপাট ও ভাংচুরের ঘটনায় প্রায় ১০ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ।

শ্রীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন উর রশিদ বলেন, কালা মিয়া খুনের ঘটনায় বাড়ি ঘর ভাংচুর টেকাতে আমরা ইউনিয়ন পরিষদ ও পুলিশের পক্ষে থেকে একটি কমিটি করেছিলাম। পুলিশ সদস্য কম হওয়ায় আমরা তেমন ফলপ্রসূ হয়নি। আমি ওই পক্ষের সাথে কথা বলেও থামাতে পারেনি। প্রতিদিনই বাড়িঘর ভাংচুর করছে। এখন আর বাড়ি ঘর গুলোর কিছুই অবশিষ্ট নেই। পুলিশের ভুমিকা সন্তুষ্টজনক হলে বাড়িঘরের এত বেশি ক্ষতি হতোনা বলে অভিমত ব্যক্ত করেন তিনি। 


ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, ভৈরবের শ্রীনগরের বধুনগর গ্রামে পূর্ব শত্রুতার জেরে ধরে কালা মিয়া নামে একজন নিহত হয়। এঘটনাকে কেন্দ্র করে একটি কুচক্রীমহল আসামি পক্ষের লোকজনের বাড়ি ঘর ভাংচুর করে। এবিষয়ে অভিযোগ পেয়েছি এবং আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান তিনি। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়