Banglar Chokh | বাংলার চোখ

ক্ষুদ্র অর্থায়ন পরিচালনা ও ব্যবস্থাপনা বিষয়ে টাঙ্গাইলে প্রশিক্ষণ অনুষ্ঠিত 

বিভাস কৃষ্ণ চৌধুরী, টাঙ্গাইল  প্রতিনিধি

প্রকাশিত: ২৩:১৩, ৫ মার্চ ২০২৩

ক্ষুদ্র অর্থায়ন পরিচালনা ও ব্যবস্থাপনা বিষয়ে টাঙ্গাইলে প্রশিক্ষণ অনুষ্ঠিত 

নিজস্ব ছবি

টাঙ্গাইলে ক্ষুদ্র অর্থায়ন পরিচালনা ও ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (৫ মার্চ) সকালে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনজিওদের নিয়ন্ত্রণকারী দপ্তর মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মোঃ ফসিউল্লাহ্। 

সোসিও ইকোনমিক ব্যাকিং অ্যাসোসিয়েশন সেবা টাওয়ারের প্রধান কার্যালয় টাঙ্গাইলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেবা সংস্থার নির্বাহী পরিচালক মোঃ রিয়াজ আহমেদ লিটন। 

এ সময় উপস্থিত ছিলেন এমআরএ এর পরিচালক নুর আলম মেহেদী, মুহাম্মদ মাজেদুল হক, জিনাত আমান বন্যা, উপ পরিচালক মোঃ ফরিদুল হক, সিনিয়র সহকারী পরিচালক সুমন চাকমা। অনুষ্ঠানে প্রধান অতিথি'সহ সকলকে ফুল দিয়ে বরণ করেন ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সেবা সংস্থার পরিচালকবৃন্দ ও উর্ধ্বতন কর্মকর্তাগন। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সেবা সংস্থার নির্বাহী পরিচালক মোঃ রিয়াজ আহম্মেদ লিটন।  

প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন শেষে  টাঙ্গাইলের বিভিন্ন উপজেলার ৫ জন দুঃস্থ অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিণ ও দ্ইুজন উপকারভোগীর মাঝে ২টি ভ্যান গাড়ী বিতরণ করা হয়। 

এ সময় আরো উপস্থিত ছিলেন সেবা সংস্থার পরিচালক (প্রশাসন) মোঃ সাইদুর রহমান মল্লিক, পরিচালক (কার্যক্রম) মোঃ শাহিনুর ইসলাম, পরিচালক (অর্থ) মোঃ মনিরুল হক, উপ-পরিচালক তাপস সরকার ও মোঃ আবু হেলাল মোস্তফা জামান।
 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়