Banglar Chokh | বাংলার চোখ

ত্রিশালে নিয়ন্ত্রণহীন ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ, আহত ১২

এম এ কালাম, ময়মনসিংহ 

প্রকাশিত: ২৩:৩৭, ১৮ মার্চ ২০২৩

ত্রিশালে নিয়ন্ত্রণহীন ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ, আহত ১২

ছবি-সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কবি সাংবাদিক রয়েছেন। 
শনিবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বৈলর নামক স্থানে (উকিলবাড়ি মোড়) এ দুর্ঘটনা ঘটে।

ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে ময়মনসিংহ থেকে এনা পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল।

এ সময় বাসটি ত্রিশালের বৈলর এলাকা পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের উপর দিয়ে উঠলে বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসের চালকসহ ১১জন যাত্রী আহত হন।

আহতরা হলেন- জাতীয় প্রেসক্লাব সদস্য, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ও বিশিষ্ট কবি রওশন ঝুনু (৪৭), সামি (৫), আ. মতিন (৩৫), পারভীন (৩৪), সোয়াদ (২৩), মো. শরীফ (২৫), রাসেল (২৬), রনি (২৫), শাহীন (৩০) ও অজ্ঞাত আরও তিনজন।

তারা ময়মনসিংহ, নেত্রকোনা ও ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দা। এর মধ‍্যে সাংবাদিক রওশন ঝুনু ময়মনসিংহের মুক্তাগাছা পৌর এলাকার বাসিন্দা।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

উপ পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন আরও বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করতে পারলেও চাকলসহ হেলপার পালিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়