Banglar Chokh | বাংলার চোখ

পাঁচবিবিতে টিসিবি’র পণ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন

পাঁচবিবি (জয়পুরহাট)  

প্রকাশিত: ০০:২১, ১৯ মার্চ ২০২৩

পাঁচবিবিতে টিসিবি’র পণ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব ছবি

আজ শনিবার আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে টিসিবি’র পণ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। 
পাঁচবিবি পৌরসভার আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করেন পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহিদ মুন্না। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বরমান হোসেন, পাঁচবিবি পৌর মেয়র আলহাজ্জ হাবিবুর রহমান হাবিব, প্যানেল মেয়র মোশাইদ আল আমিন সাদ, পৌর কাউন্সিলর আনিছুর রহমান বাচ্চু, আমজাদ হোসেনসহ আরো অনেকে। পরে কার্ডধারীরা ফ্যামেলী কার্ডের টিসিবির পণ্য কেনা শুরু করেন। উল্লেখ্য, পবিত্র মাহে রমজান উপলক্ষে পৌরসভার ২ হাজার ৫শ ৫২ জনকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিতরণ করা হবে।  প্রতিটি প্যাকেজ ৪৭০ টাকা মূল্য নিধারণ করা হয়েছে। এর মধ্যে ১ কেজি চিনি ৬০ টাকা, ছোলা ১ কেজি ৫০,  মশুর ডাল ২ কেজি ১৪০ টাকা ও ২ লিটার সয়াবিন তেল ২২০ টাকা মূল্য ধরা হয়েছে।
 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়