Banglar Chokh | বাংলার চোখ

কলাপাড়ায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা 

কলাপাড়া(পটুযাখালী)প্রতিনিধি

প্রকাশিত: ২৩:০৩, ২৫ মার্চ ২০২৩

কলাপাড়ায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা 

নিজস্ব ছবি

পটুয়াখালীর কলাপাড়ায় ২৫শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ দরবার হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো.মহিববুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, ভাইস চেয়ারম্যান মো.শফিকুল আলম বাবুল, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, সহ সভাপতি ড.শহিদুল ইসলাম বিশ্বাস প্রমূখ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়