Banglar Chokh | বাংলার চোখ

৫৩ তম স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে সিলেটে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা(ভিডিও)

সিলেট অফিস

প্রকাশিত: ০৪:৫১, ২৬ মার্চ ২০২৩

সিলেটে বিনম্র শ্রদ্ধায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। রবিবার রাতের প্রথম প্রহর (১২টা ১মিনিট) থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ  মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ শুরু হয়। সর্বপ্রথম ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর ইউনিট কমান্ড শাখার নেতৃবৃন্দ।  

এরপর একে একে সিলেট সিটি করপোরেশন, বিভাগীয় কমিশনার কার্যালয়, সিলেট রেঞ্জের ডিআইজি কার্যালয়, সিলেট মহাগর পুলিশ,,  সিলেট জেলা প্রশাসন, সিলেট জেলা পুলিশ, সিলেট জেলা সিভিল সার্জন, সিলেট সদর উপজেলা প্রশাসন ও আরআরএফ-এর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এছাড়াও সিলেট জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন ব্যক্তি ও সামাজিক সংগঠনের পক্ষ পুষ্পস্তবক অর্পণ করা হয়। স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ মিনারে ঢল নামে জনতার। 
 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়