
দু বার নাম লেখালেন হাটহাজারীর আয়মান
এক মিনিটের মধ্যে মাটিতে না ফেলে একটি ফুটবলকে সর্বোচ্চ ২১২ বার পায়ের টাচের উপর রেখে কসরত দেখিয়ে গিনেস ওয়ার্ল্ড বুকে নাম লেখাল আয়মান মুহাম্মদ (১৭) নামের এক যুবক।
বুধবার (২৯ মার্চ) আয়মান মুহাম্মদ তাঁর স্বীকৃতির বিষয়টি গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেন। তবে, গিনেস ওয়ার্ল্ড বুকে এাঁ তাঁর দ্বিতীয় রেকর্ড।
এর আগে ২০২২ সালের ১৭ মার্চ আয়মান এক মিনিটের মধ্যে সর্বোচ্চ ৭৫টি কয়েন দিয়ে টাওয়ার তৈরি করে প্রথমবারের মতো গিনেস ওয়ার্ল্ড বুকে নাম লেখিয়েছিল।
আয়মান চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ৮নং মেখল ইউনিয়নের হাশিমারপুল এলাকার আমান শাহ্ বাড়ির প্রবাসী মো. মুসা’র দ্বিতীয় পুত্র। বর্তমানে সে পরিবারসহ হাটহাজারী পৌরসদরের শায়েস্তা খাঁ পাড়ার নূর ম্যানসনে বসবাস করছে। চার ভাইবোনের মধ্যে আয়মান সবার সর্বকণিষ্ট। হাটহাজারী সরকারি কলেজের (বিজ্ঞান বিভাগ) একাদশ শ্রেণির ছাত্র ফুটবল দিয়ে নানান শারীরিক কসরতে বেশ পটু আয়মানের এমন সফলতায় এলাকাবাসীও মহাখুশি। তাঁর এমন সফল্যে তাদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।
সরেজমিনে তাঁর বাসায় গিয়ে তাঁর সফলতার আদ্যোপান্ত জানতে চাইলে আয়মান বলেন, জানা যায়, ‘ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুক প্রতিযোগিতা সম্পর্কে জানার পর থেকে এ নিয়ে চর্চা শুরু অত:পর পৃথিবীর বিভিন্ন রেকর্ড দেখে পরিবারের সদস্য ও বন্ধুদের উৎসাহ পেয়ে আমারও রেকর্ড গড়ার ইচ্ছা জাগে। সেই প্রচেষ্টা থেকে এক মিনিটের মধ্যে মাটিতে না ফেলে একটি ফুটবলকে সর্বোচ্চ ২১২ বার পায়ের টাচের উপর রাখা এবং ৩০ সেকেন্ডে সর্বোচ্চ ৯৩ ও ১১৪ বার টাচ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুক প্রতিযোগিতায় নাম লেখাতে সক্ষম হই। এর আগের ১ মিনিটে রেকর্ডটা ছিলো ইন্ডিয়ান ময়ুর মাকওয়ালের এবং ৩০ সেকেন্ডের একটি ছিলো ১০৭ বার বাংলাদেশের ঢাকার এবং অপরটি ইন্ডিয়ান কুমার টেন্ডির দখলে ৮৮ বার।
আয়মান আরও জানায়, ফুটবল নিয়ে কসরতের ১ মিনিটের ভিডিওটার জন্য গত ২০২২ এপ্রিল মাসের ২ তারিখ গিনেজ বুকের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করলে তারা একই বছরের ২২ এপ্রিল আবেদনটি গ্রহণ করে ওই বিষয়ের ভিডিও পাঠাতে বললে ওই দিনই ভিডিওটা তাদের কাছে মেইলের মাধ্যমে পাঠায় এবং ২৫ জুলাই তারা ভিডিওটা ডিসকোয়ালিফাই বলে জানান। মন খারাপ হয়ে গেলেও চর্চা চালিয়ে যায়। পরে ওই বছরের ২৭ জুলাই পুনরায় আগেরটাসহ নতুন ৩০ সেকেন্ডের আরও একটিসহ মোট ২টা ভিডিওর আবেদন করি। ১৭ অগাস্ট তারা আবেদন ২টি গ্রহণ করে ভিডিও পাঠাতে বললে ১৭ অগাস্ট ৩০ সেকেন্ডের এবং ২২ অগাস্ট ১ মিনিটের ভিডিও পাঠাই।
অপরদিকে, ফুটবল নিয়ে কসরতের ৩০ সেকেন্ডের আরেকটি ভিডিও জমা দেয়ার জন্য গত বছরের ৩ অগাস্ট আবেদন করলে তা ২৫ অগাস্ট গ্রহন করে ভিডিও জমা করতে বলায় ওই দিনই তা ইমেইলের মাধ্যমে পাঠিয়ে দেয় এবং কর্তৃপক্ষ গত বছরের নভেম্বর মাসের ১৭ তারিখ ও ৩০ নভেম্বর ইমেইলের মাধ্যমে পাঠানো ভিডিওগুলো মনোনিত করে রেকর্ডের ফলাফল জানিয়ে দেন। এতে আয়মানকে এই ক্যাটাগরিগুলোতে রেকর্ড হোল্ডার এবং গিনেস রেকর্ড’র স্বীকৃতিপত্রও বুঝে অনলাইনে বুঝিয়ে দেয়।