
ছবি-সংগৃহীত
খুলনার পাইকগাছায় চাঁদখালী উত্তর গড়ের আবাদ বায়তুন নুর জামে মসজিদের নিকটে নৈর নদীর ওপরের কাঠের সাঁকোটি ভেঙে নদীর দু-পাড়ের ৪ গ্রামের মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। সাবেক ইউপি সদস্য আক্কাস আলী কয়েক বছর আগে নির্মাণ করেন। যা দিয়ে ৪ গ্রাম সহ বিভিন্ন এলাকার মানুষ পারাপার হতেন। নদীর উত্তর পাশে বাদুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর আগে দীর্ঘ কাঁচা রাস্তা হেঁটে স্কুলগামী ছেলে-মেয়েরা যাতায়াত করতো। কাঠের সাঁকোটি হওয়ার পর তারা সহজে অল্প সময়ে বিদ্যালয়ে যাতায়াত করতো। প্রতিদিন শত শত মানুষ এ সাঁকো দিয়ে পারাপার হয়। সম্প্রতি সাঁকোটি ভেঙে পড়ায় চরম ভোগাস্তিতে এলাকাবাসী। ইউপি চেয়ারম্যান শাহজাদা মো. আবু ইলিয়াস জানান, দ্রুত সাঁকোটি মেরামত করা হবে। এছাড়া স্থায়ীভাবে একটা ব্রিজ নির্মাণ করার ব্যাপারে প্রকল্প হাতে নেয়া হবে।