Banglar Chokh | বাংলার চোখ

চট্টগ্রামে আইনজীবী হত্যায় ঢাকায় বিক্ষোভ

কোর্টকাচারী

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০১:৫০, ২৭ নভেম্বর ২০২৪

সর্বশেষ

চট্টগ্রামে আইনজীবী হত্যায় ঢাকায় বিক্ষোভ

ছবি:সংগৃহীত

চট্টগ্রামের আদালতপাড়ায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ চলাকালে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যার প্রতিবাদ জানিয়েছেন ঢাকার আইনজীবীরা।
 
মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুরান ঢাকার জজ কোর্ট এলাকায় আইনজীবীরা বিক্ষোভ মিছিল করেন। এ সময় ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম মিয়া ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্বে দুই শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।

 জড়িদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন তারা। অন্যথায় আদালতসহ সবকিছু অচল করে দেয়ারও হুঁশিয়ারি দেন।
 
বিক্ষোভ মিছিল শেষে আইনজীবী নেতা নজরুল ইসলাম বলেন, চিহ্নিত সন্ত্রাসীরা আমার আইনজীবী ভাইকে হত্যা করেছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। গ্রেফতার না হলে সারা দেশের আদালতসহ সবকিছু অচল করে দেয়া হবে।
 
 এরআগে, দুপুরে চিন্ময় কৃষ্ণ দাশের মুক্তির দাবিতে বিক্ষোভরত লোকজন চট্টগ্রামের আদালত চত্বরে প্রায় তিন ঘণ্টা পুলিশের প্রিজনভ্যান আটকে রাখেন। পরে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ লাটিচার্জ করে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
 
এ সময় আইনজীবী সাইফুল ইসলামকে দুস্কৃতিকারীরা কুপিয়ে আহত করে ফেলে যায়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা আইনজীবী সাইফুলকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ

জনপ্রিয়