Banglar Chokh | বাংলার চোখ

শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে গৃহশিক্ষকের কারাদন্ড

  শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১:০৬, ২০ সেপ্টেম্বর ২০২২

শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে গৃহশিক্ষকের কারাদন্ড

নিজস্ব ছবি

ছয় বছর বয়সী প্লে শ্রেণিতে পড়ুয়া এক মেয়ে শিশুকে প্রাইভেট পড়াতে গিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে মোনায়েম বিল্লাহ (২২) নামে এক গৃহশিক্ষকের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন এ দন্ডাদেশ দেন । 
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, সোমবার সকালে পৌর শহরের কাচারিপাড়া মহল্লার জনৈক ব্যক্তির প্লে শ্রেণিতে পড়ুয়া মেয়ে শিশুকে প্রতিদিনের ন্যায় বাসায় প্রাইভেট পড়াতে যান তাদেরই গৃহশিক্ষক মোনায়েম বিল্লাহ। এসময় শিশুটির মা-বাবা দু’জনেই বাসার বাইরে থাকায় মোনায়েম ওই শিশুকে পড়ানোর পরিবর্তে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির মা বাসায় এসে ঘটনা দেখে ফেললে আশপাশের লোকজন ডেকে ওই গৃহশিক্ষককে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন সাক্ষ্য প্রমাণ শেষে গৃহশিক্ষক মোনায়েমকে ৯ মাস ২০ দিনের বিনাশ্রম কারাদন্ডসহ  ৫শ টাকা অর্থদন্ড দেন। 
 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়