
ফাইল ফটো
নারায়ণগঞ্জের আড়াইহাজারে আজ শনিবার আড়াইহাজার উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আকলিম আক্তার (৪২) ও তার স্বামী দক্ষিণপাড়া এলাকার মৃত মইজউদ্দিনের ছেলে মোতাহার হোসেন সেলিম মিয়া (৪৫) এবং তাদেরবহনকৃত গাড়ীর চালক একই এলাকার হযরত আলীর ছেলে আজিজুল (৩০)-এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা শেষে নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়েছে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বাদী হয়ে মামলাটি করেন। এর আগে গত শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে তাদের বহনকৃত প্রাইভেটকারের ভিতরে তল্লাশী চালিয়ে ৫ হাজার পিস ইয়াবা (ট্যাবলেট) উদ্ধার করেছে বলে পুলিশ দাবী করে। এ সময় ঘটনাস্থল থেকে সরকারী ওই কৃষি কর্মকর্তাসহ তিন ব্যক্তিকে আটক করা হয়। স্থানীয় ফতেপুর ইউনিয়নের দক্ষিণপাড়া থাড়িবাড়ি মোড়নামক এলাকায় অভিযান চালিয়ে তাদের বহনকৃত প্রাইভেটকারসহ তাদের আটক করে পুলিশ। জানা গেছে, ঢাকার যাত্রবাড়ি এলাকা থেকে আটককৃতরা প্রাইভেটকাযোগে আড়াইহাজারে তাদের বাড়ির দিকে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের পিছু নেয়। এক পর্যায়ে ঢাকা (মেট্রো-গ-৩১-২৭৮৪) নাম্বারের গাড়ীটি স্থানীয় দক্ষিণপাড়া এলাকার থাড়িবাড়ি মোড়নামক পৌঁছলে পুলিশ তাদের গতিরোধ করে। পরে গাড়ী তল্লাশী করে কয়েকটি প্যাকেটের মধ্যে রাখা ইয়াবা (ট্যাবলেট) উদ্ধার করা হয়। এসময় ৫ হাজার পিস ইয়াবা (ট্যাবলেট) উদ্ধার করা হয়েছে বলে পুলিশ দাবী করেন। এ সময় সাদা রংয়ের গাড়ীটিও জব্দ করা হয়। তবে এ সময় ঘটনাস্থল থেকে সন্দেহভাজন আটক কৃষি কর্মকর্তা আকলিমা আক্তার বলছিলেন, ‘গাড়ীতে ইয়াবা থাকার বিষয়টি আমার জানা নেই। আমি এই বিষয়ে কিছুই জানি না। আমি একটি অনুষ্ঠান থেকে বাড়িতে ফির ছিলাম। আমার স্বামী যাত্রাবাড়ি এলাকা থেকে গাড়ীতে উঠেন। নানা বিষয় নিয়ে আমার স্বামীর সঙ্গে আমার মনোমালিন্য চলে আসছিল। তবে আমাকে ফাঁসানো হয়েছে; আমি নির্দোষ।’ এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র এএসপি (গ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন, আড়াইহাজার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক হাওলাদার, এসআই নুরুল ইসলাম ও আব্দুর রহিমসহ আরও অনেকে। এদিকে স্থানীয়রা জানান, এর আগেও দুইবার পুলিশ মাদকসহ সেলিম মিয়াকে আটক করেছিল। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক হাওলাদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। পুলিশের কাছে তথ্য ছিল দীর্ঘদিন ধরেই সংবদ্ধ এই চক্রটি ইয়াবার ব্যবসা করে আসছে।