Banglar Chokh | বাংলার চোখ

পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে বেকারিকে জরিমানা

মহানন্দ অধিকারী মিন্টু, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩১, ৩১ জানুয়ারি ২০২৩

পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে বেকারিকে জরিমানা

নিজস্ব ছবি

খুলনার পাইকগাছায় কপিলমুনিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি পরিচালনা করায় নিউ এনি টাইম বেকারিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২ টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট আরাফাত হোসেন’র নের্তৃত্বে কপিলমুনিতে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কপিলমুনি ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা (ইউএলএও) এম এ সবুর, এস এম সারাফাত হোসেন, সার্ভেয়ার কওছার আহম্মেদ, আরিফুল ইসলাম, লিটু আনম ও এস আই সাহাজুল ইসলামসহ অন্যান্যরা। এ সময় তিনি বাজার পরিচ্ছন্নতা ও সকল চাঁদনী পরিচ্ছন্ন রাখতে নির্দেশনা দেন।
 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়