Banglar Chokh | বাংলার চোখ

তেঁতুলিয়ায় লাইসেন্স ব্যতীত ঔষধ বিক্রয়ের দায়ে ব্যবসায়ীকে জেল

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ২৩:২৬, ১ ফেব্রুয়ারি ২০২৩

তেঁতুলিয়ায় লাইসেন্স ব্যতীত ঔষধ বিক্রয়ের দায়ে ব্যবসায়ীকে জেল

নিজস্ব ছবি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ড্রাগ লাইসেন্স ব্যতীত নির্দিষ্ট কিছু ঔষধ বিক্রয়, মজুদ ও প্রদর্শন করার দায়ে শিনবাদ (২৫) নামের এক ব্যক্তিকে সাত দিনের কারাদন্ড ও পণ্যের মোড়ক, ইত্যাদি ব্যবহার, সেবার মূল্যের তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করা, মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারিত করার দায়ে আবুল হাশেম (৪৬) নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (১ ফেব্রুয়ারি) বিকালে তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া চৌরাস্তা বাজারে অভিযান পরিচালনা করে তাদের জরিমানা করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, অভিযান পরিচালনাকালে ড্রাগ লাইসেন্স ব্যতীত নির্দিষ্ট কিছু ঔষধ বিক্রয়, মজুদ ও প্রদর্শন করার দায়ে শিনবাদকে ঔধুষ আইন, ১৯৪০ মোতাবেক ৭ দিনের কারাদন্ড এবং মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারিতসহ একাধিক অভিযোগে আটককৃত আবুল হাশেম ঘটনাস্থলে উপস্থিত সকলের সম্মুখে অপরাধ স্বীকার করায় ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, তেঁতুলিয়া ইউনিয়নের দর্জিপাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে শিনবাদ এবং যশোর জেলা সদরের তপস্বীডাঙ্গা গ্রামের আয়েন উদ্দীনের ছেলে আব্দুল হাশেম।
 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়