
নিজস্ব ছবি
খুলনার পাইকগাছায় কপিলমুনি বুধবার সকাল ১১টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ৩ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খুলনা বিভাগীয় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব এ অভিযান পরিচালনা করেন। ভোক্তা অধিদপ্তরের বাজার মনিটরিং এর অংশ অনুযায়ী অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল তেল উৎপাদন করে ভোক্তা পর্যায়ে বিক্রয় ও বিআরটিসির লাইসেন্স অনুমোদন না থাকায় ৩টি প্রতিষ্ঠানের কাজ থেকে মোট ১লক্ষ ২০হাজার টাকা জরিমানা আদায় করেছে। এসময় কপিলমুনি বিনোদ অয়েল মিল মালিক প্রল্লাদ দত্তকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৪৩ ধারায় ৬০হাজার টাকা, উৎসব অয়েল তেল মিল মালিক খায়রুল ইসলামকে ভোক্তা অধিকার আইনের একই ধারায় ৫০হাজার টাকা ও দত্ত অয়েল মিল মালিক প্রশান্ত কুমার সাধুকে ১০হাজার টাকা জরিমানা করেন। এছাড়া কপিলমুনি চাউল ব্যবসায়ী, মুরগী ব্যবসায়ী ও কাঁচামাল ব্যবসায়ীদেরকে দ্রব্যমূল্য তালিকা প্রতিটি দোকানে টানানোর জন্য পরামর্শ ও সতর্কবার্তা প্রদান করেন। উক্ত অভিযানকালে উপস্থিত ছিলেন, ভোক্তা অধিকার অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক রাজু হোসেন, থানা পুলিশের এসআই সুজিত, কপিলমুনি পুলিশ ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম ও এসআই শাহাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স।