
ছবি-সংগৃহীত
‘একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম’–ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসের এমন বক্তব্য আপিল বিভাগের নজরে এনেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম।
বুধবার (২৪ মে) প্রধান বিচারপতির আদালতে বিএনপিপন্থি আইনজীবীদের সঙ্গে নিয়ে বিষয়টি উত্থাপন করেন তিনি।
তাপসের বক্তব্য আদালত অবমাননার শামিল বলেও জানান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপিপন্থি আইনজীবীরা।
এ সময় আদালত পত্রিকার কপি জমা রাখেন এবং বলেন, পুরো খবর পড়ে দেখে তারপর সিদ্ধান্ত জানাবেন।
তবে ব্যারিস্টার তাপসের বক্তব্যকে আদালত অবমাননার শামিল বলে মন্তব্য করে আমীর-উল ইসলাম বলেন, এতে পুরো আইনীজীবী সমাজ যেমন ক্ষুব্ধ হয়েছে, তেমনি সারা দেশের মানুষ মনঃক্ষুণ্ন হয়েছেন।