Banglar Chokh | বাংলার চোখ

দামুড়হুদায় পারিবারিক কলহে ধারালো অস্ত্রাঘাতে মা-মেয়ে হতাহত

অপরাধ

রানা কাদির, চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ১৮:০৭, ১ অক্টোবর ২০২৩

সর্বশেষ

দামুড়হুদায় পারিবারিক কলহে ধারালো অস্ত্রাঘাতে মা-মেয়ে হতাহত

নিজস্ব ছবি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের স্কুলপাড়ায় পারিবারিক কলহে ধারালো অস্ত্রাঘাতে মা-মেয়ে হতাহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার দিনগত রাত ১টার দিকে। তালাকপ্রাপ্ত নিহত মর্জিনা খাতুন (৩০) ওই গ্রামের ঘাতক আজিজুলের মেয়ে ও আহত রেক্সোনা (১৩) তার নাতনি।  

নিহত মর্জিনা খাতুনের মা সয়েনা খাতুন বলেন,স্বামীর কাছ থেকে তালাকপ্রাপ্ত  হওয়ার পর তার একমাত্র মেয়েকে নিয়ে মর্জিনা তাদের সঙ্গে একই বাড়িতে বসবাস করত। শনিবার রাত ৮টার দিকে সমিতির  ঋণের কিস্তির টাকা জমা দেওয়াকে কেন্দ্র করে মর্জিনার সঙ্গে তার বাবা আজিজুলের ঝগড়া হয়। গভীর রাতে মর্জিনা তার মেয়ে রেক্সোনাকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিল সে সময় তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে সে এলোপাতাড়ী কুপিয়ে আহত করে পালিয়ে যায়। এ ঘটনার পর স্থানীয় লোকজনের সহযোগীতায় তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মোস্তাফিজুর রহমান বলেন, মর্জিনাকে মৃত অবস্থায় আনা হয়েছিল। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাত ছিল। রেক্সোনার হাত অস্ত্রাঘাতে কেটে যাওয়ায় সেখানে সেলাই দেয়া হয়েছে। সে এখন আশঙ্কা মুক্ত।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা আছে। ঘাতক আজিজুলকে আটক করার চেষ্টাসহ এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
 

সর্বশেষ

জনপ্রিয়