ব্রাহ্মণবাড়িয়ায় দিন-দুপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক হারুন অর রশিদ আহত হয়েছেন।
এ সময় জুনায়েদ আহমেদ (২৮) নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত জুনায়েদ আহমেদ দক্ষিণ পৈরতলার আলমগীর মিয়ার ছেলে।
রোববার (৩ জুলাই) দুপুর পৌনে একটায় দিকে জেলা শহরের দক্ষিণ পৈরতলা কাওয়ালিহাটি এলাকায় এই ঘটনা ঘটে।
আহত সহকারী উপ-পরিদর্শক হারুন অর রশিদকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়েছে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, রোববার দুপুরে পৈরতলা-গোকর্ণঘাট সড়কে ডিউটি করছিলো পুলিশের একটি দল। দুপুরের দিকে কাওয়ালিহাটি মসজিদের কাছে তিন ছিনতাইকারী ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি টের পেয়ে পুলিশ তাদেরকে আটক করতে গেলে ছিনতাইকারী জুনায়েদ এ.এস.আই হারুন অর রশিদকে ছুরিকাঘাত করে। এ সময় অপর দুই ছিনতাইকারী মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায়। পুলিশ জুনায়েদকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
তিনি বলেন, আহত এ.এস.আই হারুন অর রশিদকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ঊরুতে একটি অস্ত্রোপচার লাগবে। পালিয়ে যাওয়া দুই ছিনতাইকারীকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এব্যাপারে জেনারেল হাসপাতালের অর্থোপেডিক্স স্পেশালিষ্ট ডা. সোলাইমান মিয়া জানান, আহত পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি দেওয়া হয়েছে। তার উরুতে ছুরিকাঘাতে অনেকটা ক্ষত হয়েছে। কাল সকালে ওটিতে অস্ত্রোপচার করবো।