Banglar Chokh | বাংলার চোখ

ঘুমন্ত ইউপি সদস্যকে পেট্রোল ঢেলে হত্যা চেষ্টা, ৩ জন অগ্নিদগ্ধ

রেজাউল ইসলাম টিটু, বরগুনা

প্রকাশিত: ১৪:৩৫, ১০ আগস্ট ২০২২

আপডেট: ১৬:১৫, ১০ আগস্ট ২০২২

ঘুমন্ত ইউপি সদস্যকে পেট্রোল ঢেলে হত্যা চেষ্টা, ৩ জন অগ্নিদগ্ধ

নিজস্ব ছবি

বরগুনার বেতাগী উপজেলার সড়িষামুড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ড মায়ারহাটের ইউপি সদস্য শামীম খানকে ঘুমন্ত অবস্থায় পেট্রোল দিয়ে হত্যাচেষ্টা করেছে দূবৃত্তরা। এ সময় তার স্ত্রী ও দুই সন্তান সহ তিনি অগ্নিদগ্ধ হন।  শামীম খানের পিতার নাম মৃত ওয়াহাব খান।

শামীম খানের চাচা কিবরিয়া খান জানান,  মঙ্গলবার দিবাগত দুইটা দিকে শামীমের ঘারের দুটি দরজা বাহির থেকে বন্ধ করে প্রচুর পরিমানে পেট্রোল দিয়ে ঘরে আগুন ধরিয়ে দেয় সন্ত্রাসীরা। এ সময় শামীমের স্ত্রী দুই সন্তান সহ অগ্নিদগ্ধ হয়।

এলাকাবাসী ঘরের দরজা ভেঙ্গে তাদের উদ্ধার করে । প্রথমে বরিশাল শের- ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে শামীমকে আশংকাজনক অবস্থায় ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। শামীমের মাথার চুল সহ সমস্ত শরীর পুড়ে গেছে। এ বিষয়ে বেতাগী থানা অফিসার ইনচার্জ শাহ আলম বলেন, আমরা ঘটনাস্থলে আছি ।  এটা একটি নাশকতা । ঘুমন্ত অবস্থায় জানালা ও দরজার নিচ থেকে পেট্রোল জাতিয় কিছু ঢেলে অগুনা দেয়া হয়। এখনও কোনো মামলা হয়নি। 
 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়