
প্রতীকী ছবি
নিখোঁজের ৪ দিন পর শেরপুর জেলা শহরের শিংপাড়া মহল্লা থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী মাসেকসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর সদর উপজেলার ভাতশালা এলাকার মাসেক মিয়া তার স্ত্রী, মা ও দুই সন্তানসহ জেলা শহরের সিংপাড়া মহল্লার বাসেদ মিয়ার বাসায় ভাড়া থাকতেন। গত চারদিন আগে ৪ ডিসেম্বর বিকেল থেকে নিখোঁজ ছিলো মাসেকের স্ত্রী রোকসানা ও বড় ছেলে রাফিত। এ ঘটনায় শেরপুর সদর থানায় গত বুধবার(৭ ডিসেম্বর ) একটি জিডি করা হলে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর ) দুপুরে পুলিশ ওই বাসার ল্যাট্রিন থেকে মা ছেলের মরদেহ উদ্ধার করে।
পরে অভিযান চালিয়ে ঘাতক স্বামী মাসেক, শ্বাশুড়ী ও অপর একজনসহ তিনজনকে আটক করেছে। মাদকের নেশার টাকা নিয়ে ঝগড়ার ফলেই এ হত্যাকান্ড হয়েছে বলে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে। এঘটনায় দায়ীদের সর্বোচ্চ বিচার দাবি করেছে স্থানীয় এলাকাবাসী ও নিহতের আত্মীয় স্বজন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. হান্নান মিয়া বলেন, পুলিশ বিষয়টি গুরুত্বসহ দেখবেন