Banglar Chokh | বাংলার চোখ

অস্ত্রগুলিসহ কলারোয়ার হৃদয় হোসেন নড়াইলে আটক

জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি

প্রকাশিত: ২২:৩১, ৮ ডিসেম্বর ২০২২

অস্ত্রগুলিসহ কলারোয়ার হৃদয় হোসেন নড়াইলে আটক

নিজস্ব ছবি

অবৈধ আগ্নেয়অস্ত্র ও গুলিসহ কলারোয়ার যুবক নড়াইলে আটক হয়েছে।

বুধবার নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানানো হয়। আটককৃতরা হলেন- খুলনার ফুলতলার এলাকার আব্দুর জব্বার শেখের ছেলে হৃদয় শেখ (২৩) ও সাতক্ষীরার কলারোয়া উপজেলার শরিফুল ইসলামের ছেলে হৃদয় হোসেন (২০)।

জেলা গোয়েন্দা শাখা নড়াইল এর অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া উপজেলার পিরোলী ইউনিয়নের খড়রিয়া চরপাড়ার জুবায়ের বিশ্বাস এর এমবিসি ইট ভাটায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে। এর সত্যতা যাচাই করতে গেলে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তারা আটক হয়।

পরে স্থানীয়দের সামনে হৃদয় শেখ এর দেহ তল্লাসী করে তার হাতে থাকা বাজারের ব্যাগে গামছা দিয়ে মোড়ানো একটি দেশীয় ওয়ান শুটার গান (২২.৫ ইঞ্চি) ও তিনটি বন্দুকের তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এসময় আটককৃত অপরজন হৃদয় হোসেন সহযোগী হিসাবে ঘটনাস্থলে উপস্থিত ছিলো। আটককৃত দুজনের বিরুদ্ধে সংশ্লিস্ট থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। 
 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়