Banglar Chokh | বাংলার চোখ

ঘুমধুমে  বিজিবি’র অভিযানে বিদেশি সিগারেট ক্যান বিয়ার জব্দ 

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি থেকে

প্রকাশিত: ২১:৪৩, ৪ ফেব্রুয়ারি ২০২৩

ঘুমধুমে  বিজিবি’র অভিযানে বিদেশি সিগারেট ক্যান বিয়ার জব্দ 

নিজস্ব ছবি

বান্দরবানের  নাইক্ষ‍্যংছড়ি উপজেলার  ঘুমধুমে বিজিবির অভিযানে মালিক বিহীন বার্মিজ সিগারেট ও বিয়ার জব্দ করা হয়েছে। 

শুক্রবার (৩ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১১টার সময়ে  কক্সবাজার ৩৪ বিজিবির অধিনস্থ রেজুআমতলী বিওপি'র বিশেষ টহল দল কর্তৃক বাংলাদেশের অভ্যন্তরে মগঘাট রাবার বাগান এলাকা নামক স্থান থেকে মালিক বিহীন ৬০০ প্যাকেট মিয়ানমারের  সিগারেট ৪৫ ক্যান বিয়ার পরিত্যক্ত অবস্থায় টহল রত বিজিবি সদস্যরা  উক্ত মালামাল জব্দ করা হয়। 

ধারণা করা হচ্ছে স্থানীয় চোরাকারবারী সিন্ডিকেটের সদস্যরা পাশ্ববর্তী মিয়ানমার থেকে স্থানীয় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে উক্ত সিগারেট এবং বিয়ার গুলো দেশের অভ‍্যন্তরে এনে মজুদ করে অন্যত্র পাচার করার জন্য প্রস্তুতি নিচ্ছিল।

বিজিবির অভিযান টের পেয়ে  চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। ৩৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সাইফুল ইসলাম জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান দমনে বিজিবির অভিযান চলমান থাকবে। তাছাড়া চোরাকারবারি দের ধরতে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। 
 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়