Banglar Chokh | বাংলার চোখ

সুনামগঞ্জে বিজিবি’র অভিযানে চার লক্ষ টাকার অবৈধ পন্য সহ ২ জন আটক

জাকিয়া সুলতানা সুনামগঞ্জ থেকে 

প্রকাশিত: ২২:৪৭, ৪ ফেব্রুয়ারি ২০২৩

সুনামগঞ্জে বিজিবি’র অভিযানে চার লক্ষ টাকার অবৈধ পন্য সহ ২ জন আটক

নিজস্ব ছবি

সুনামগঞ্জের সীমান্তে অভিযানে প্রায় চার লক্ষ টাকার ভারতীয় মদ, কয়লা, চিনি, সীমসহ মোবাইল ফোন এবং মটর সাইকেল সহ ২ জনকে আটক করেছে ২৮- বিজিবি । 
জানা যায়, টেকেরঘাট বিওপির টহল দল ৩ ফেব্রুয়ারি শুক্রবার রাতে সীমান্ত পিলার ১১৯৯/১-এস এর নিকট হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া নামক স্থান হতে ৯০ কেজি ভারতীয় কয়লা এবং ০১টি মটর সাইকেল আটক করে।

বিরেন্দ্রনগর বিওপির টহল দল ০৪ ফেব্রুয়ারি শনিবার ভোরে  সীমান্ত পিলার ১১৯৩/৮-এস এর নিকট হতে  আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের সুন্দরবন নামক স্থান হতে ৫০ বোতল ভারতীয় মদ আটক করে। 

একই দিনে লাউরগড় বিওপির টহল দল  সীমান্ত মেইন পিলার ১২০৬ এর নিকট হতে  আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের মোনাইপাড়া নামক স্থান হতে ৪৫ কেজি ভারতীয় চিনি আটক করে।

 চারাগাঁও বিওপির টহল দল একই দিনে  সীমান্ত মেইন পিলার ১১৯৫ এর নিকট হতে  আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের জঙ্গলবাড়ী নামক স্থান হতে ৯০০ কেজি ভারতীয় কয়লা আটক করে।

একই দিনে লাউরগড় বিওপির টহল দল  সীমান্ত মেইন পিলার ১২০৩ এর নিকট হতে  আনুমানিক ১৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের ঢালারগাঁও নামক স্থান হতে ৯৪ বোতল ভারতীয় মদ, ০২টি মোবাইল, ০৩টি সীমসহ ০২ জন আসামী আটক করে।

টেকেরঘাট বিওপির টহল দল একই দিনে  সীমান্ত পিলার ১১৯৯/৫-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের বুরুংগাছড়া নামক স্থান হতে ১,৮০০ কেজি ভারতীয় কয়লা আটক করে।

একই দিনে ডুলুরা বিওপির টহল দল  সীমান্ত পিলার ১২১১/১২-এস এর নিকট হতে  আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশ্বম্ভরপুর উপজেলাধীন ১নং শলুকাবাদ ইউনিয়নের কাপনা নামক স্থান হতে ১২৫ কেজি ভারতীয় চিনি আটক করে।

আটককৃত এসব পন্যের  সর্বমোট মূল্য-৩ লক্ষ ৯৩ হাজার ১ শ টাকা। 
এদিকে আটককৃত আসামীরা হলেন, ধর্মপাশা উপজেলার সুখাইড় গ্রামের নজির ইসলামের পুত্র মো. জসিম উদ্দিন (২৫), জামালগঞ্জ উপজেলার ইনসানপুর গ্রামের মো. নুরুল হকের পুত্র মো. জিয়াউর রহমান (৩৫)। 
পলাতক আসামীরা হলেন তাহিরপুর উপজেলার লাউড়গড় গ্রামের সিরাজুল ইসলামের পুত্র মো. সাজারুল ইসলাম (৩০), একই উপজেলার সাহিদাবাদ গ্রামের মো. আবুল খায়ের এর পুত্র মো. জাকির হোসেন (৩২) এবং মোকছেদপুর গ্রামের আবুল কাশেমের পুত্র আক্তার হোসেন (২৫)। 

সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮- বিজিবি পরিচালক লে. ক. মো. মাহবুবুর  রহমান পিবি জিএম জানান,  আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়, কয়লা, চিনি এবং মটর সাইকেল শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য, আসামীসহ জব্দকৃত ভারতীয় মদ, সীমসহ মোবাইল ফোন এবং ধৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাহিরপুর থানায় মামলা দায়ের ও হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়