Banglar Chokh | বাংলার চোখ

গফরগাঁওয়ে রেললাইনের স্লিপার চুরি:গ্রেফতার ১

এম এ কালাম, ময়মনসিংহ থেকে

প্রকাশিত: ২৩:০২, ৬ ফেব্রুয়ারি ২০২৩

গফরগাঁওয়ে রেললাইনের স্লিপার চুরি:গ্রেফতার ১

ছবি-সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে রেললাইনের ৬৩ স্লিপার চুরির অভিযোগে আলমগীর হোসেন (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। তিনি ত্রিশাল উপজেলার কোনাবাড়ি এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে। পেশায় আলমগীর ট্রাকচালক।

রবিবার (৫ ফেব্রুয়ারী) বিকালে গফরগাঁও উপজেলার ফাতেমানগর এলাকায় এ ঘটনা ঘটে। রাতে গফরগাঁও রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী (পথ) নাজমুল হক মৃধা বাদী হয়ে মামলা করেন। এতে আলমগীর হোসেনের নাম উল্লেখ করে আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন আহমেদ  এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, ঢাকা-ময়মনসিংহ রেললাইনের ফাতেমানগর এলাকায় সংস্কার কাজ চলছে। রেললাইনের পুরোনো লোহার স্লিপার সরিয়ে কংক্রিটের স্লিপার বসানো হচ্ছে। লাইন থেকে সরানো পুরোনো স্লিপার পাশেই রাখা ছিল। রোববার বিকেলে ট্রাকচালক আলমগীর কয়েকজনের সহায়তায় ৬৩টি স্লিপার ট্রাকে তুলে নিয়ে যাচ্ছিলেন। এসময় স্থানীয়রা ট্রাকচালককে আটক করে রেলওয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

গ্রেফতার আলমগীর হোসেনকে সোমবার (৬ ফেব্রুয়ারী) আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি মহিউদ্দিন আহমেদ।
 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়