Banglar Chokh | বাংলার চোখ

বান্দরবানে বিজিবি কর্তৃক ৫৮টি বার্মিজ গরু জব্দ 

রফিকুল ইসলাম, বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত: ২৩:০৫, ৬ ফেব্রুয়ারি ২০২৩

বান্দরবানে বিজিবি কর্তৃক ৫৮টি বার্মিজ গরু জব্দ 

নিজস্ব ছবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ১১ বর্ডার গার্ড  ব্যাটালিয়ন কতৃক তিন দিনের বিশেষ অভিযানে ৫৮টি বার্মিজ গরু জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গত ৩ ফেব্রুয়ারি হতে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১বিজিবি) চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৫৮টি বার্মিজ গরু আটক করতে সক্ষম হয়েছে। আটককৃত বার্মিজ গরুর  সিজার তালিকা অনুযায়ী বাজার মূল্য আনুমানিক ৬৯ লক্ষ ৬০ ষাট হাজার টাকা। 

বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক, কক্সবাজার রিজিয়ন কমান্ডার, রামু সেক্টর কমান্ডার এবং নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি'র অধিনায়কের দিক নির্দেশনায় এই চোরাচালানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের বিষয়টি সত্যতা নিশ্চিত করে ১১ বিজিবি'র অধিনায়ক ও জোন কমান্ডার লে.কর্নেল মো.রেজাউল করিম জানান, সীমান্ত পথে গরু চোরাচালান রোধকল্পে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) কর্তৃক কঠোর নজরদারী ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও যেকোন মূল্যে নাইক্ষ্যংছড়ি বিজিবি চোরাচালান প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করবে। 
 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়