Banglar Chokh | বাংলার চোখ

শ্রীবরদীতে ভারতীয় মদসহ ব্যবসায়ী আটক

শাহরিয়ার মিল্টন,শেরপুর

প্রকাশিত: ২৩:৩৯, ৬ ফেব্রুয়ারি ২০২৩

শ্রীবরদীতে ভারতীয় মদসহ ব্যবসায়ী আটক

নিজস্ব ছবি

শেরপুরের শ্রীবরদীতে ভারতীয় ১০ বোতল মদসহ  সাইফুল ইসলাম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।  সাইফুল  রাণীশিমুল ইউনিয়নের খাড়ামোরা গ্রামের তৈয়ব আলীর ছেলে। 

পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাসের নেতৃত্বে সোমবার (৬ ফেব্রুয়ারী) ভোরে রাঙ্গাজান এলাকা থেকে ১০ বোতল স্ট্যাগ ব্যান্ডের ভারতীয় মদসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেন, আটককৃত মাদক ব্যবসায়ী সাইফুল ইসলামের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়