Banglar Chokh | বাংলার চোখ

গৌরীপুরে সাজা প্রাপ্ত আসামীসহ গ্রেফতার-৩

শেখ বিপ্লব,গৌরীপুর ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: ০০:০৪, ৭ ফেব্রুয়ারি ২০২৩

গৌরীপুরে সাজা প্রাপ্ত আসামীসহ গ্রেফতার-৩

নিজস্ব ছবি

ময়মনসিংহের গৌরীপুর থানা পুলিশ ৫ ফেব্রুয়ারী (রবিবার) অভিযান চালিয়ে যাবতজীবন সাজাপ্রাপ্ত আসামীসহ ৩ জনকে গ্রেফতার করে। 

থানা সূত্রে জানা গেছে, ২০০৬ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের যাবতজীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী অচিন্তপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সোহেল ওরফে জয়েলকে গ্রেফতার করে পুলিশ। 

এছাড়া এই দিন রাতে মাদক মামলার ১ বছর ৩ মাসের সাজা প্রাপ্ত আসামী পৌর শহরের নতুন বাজার এলাকার মৃত অহিদ মিয়ার ছেলে আলাল মিয়া ও মাদক মামলার পলাতক আসামী বাড়ী ওয়ালাপাড়ার আরশেদ আলীর ছেলে আবুসাঈদ ভান্ডারী ওরফে শাহিদকে গ্রেফতার করে। এসআই নাজমূল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। 

এ ব্যাপারে গৌরীপুর থানার অফিসার্স ইনচার্জ মাহামুদুল হাসানর জানান, গ্রেফতার কৃত আসামীরা দীর্ঘদিন যাবত পলাতক ছিল। গ্রেফতারকৃতদের আদালত প্রেরন করা হয়েছে।  

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়