Banglar Chokh | বাংলার চোখ

নাইক্ষ‍্যংছড়ি বিজিবি অভিযানে ৩২০ কেজি মিয়ানমারের সুপারি  উদ্ধার

নুরুল আলম সাঈদ, বিশেষ প্রতিনিধি,বান্দরবান-কক্সবাজার

প্রকাশিত: ০০:৩৫, ২৫ মে ২০২৩

নাইক্ষ‍্যংছড়ি বিজিবি অভিযানে ৩২০ কেজি মিয়ানমারের সুপারি  উদ্ধার

নিজস্ব ছবি

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ‍্যংছড়ি ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)  মালিক বিহীন ৩২০ বিশ কেজি  বার্মিজ শুকনা সুপারি উদ্ধার করা করেছে।
বুধবার ( ২৪ মে) দুপুর ২ টার সময়  নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১বিজিবি) অধীনস্থ ভালুখাইয়া বিওপির নিয়মিত টহল দল  বাংলাদেশের অভ্যন্তরের বামহাতির ছড়া নামক স্থান থেকে মালিক বিহীন ৩২০(তিনশত বিশ) কেজি বার্মিজ শুকনা সুপারি উদ্ধার করে।
উদ্ধারকৃত বার্মিজ সুপারি গুলো  ব্যাটালিয়ন সদরে পরবর্তী  কার্যক্রমের জন‍্য প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
ধারনা করা হচ্ছে চোরাকারবারিরা অবৈধ পন্থা অবলম্বন করে মিয়ানমার থেকে শস্তা দামে সুপারি গুলো ক্রয় করে বাংলাদেশের অভ‍্যন্তরে এনে চড়া দামে বিক্রি করার জন‍্য নিয়ে এসেছিল,স্থানীয় বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়