ছবি:সংগৃহীত
সরকার পদত্যাগের এক দফা দাবিতে সারাদেশের ছাত্র-জনতাকে ঢাকামুখী অভিযাত্রার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
একদিন এগিয়ে আগামীকাল সোমবার থেকে 'মার্চ টু ঢাকা' কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সরকার পদত্যাগের এক দফা দাবিতে সারাদেশের ছাত্র-জনতাকে ঢাকামুখী অভিযাত্রার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সমন্বয়কদের তিনজন আসিফ মাহমুদ, সারজিস আলম ও আবু বাকের মজুমদার দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।
তারা জানিয়েছেন, শাহবাগে আজকের সমাবেশ থেকে বিকেলে পরিবর্তিত এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এর আগে, আজ দুপুরে আগামী মঙ্গলবার 'মার্চ টু ঢাকা' কর্মসূচির ডাক দিয়েছিল আন্দোলনকারীরা।
পরে পরিস্থিতি পর্যালোচনা করে আগামীকালকেই 'মার্চ টু ঢাকা'র ডাক দেওয়া হয়েছে বলে জানান তারা।