Banglar Chokh | বাংলার চোখ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি আপাতত নিষিদ্ধ

শিক্ষা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশিত: ২২:৫৩, ১৯ সেপ্টেম্বর ২০২৪

সর্বশেষ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি আপাতত নিষিদ্ধ

.

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সব ধরনের রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উপাচার্য লাউঞ্জে অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সিন্ডিকেট সদস্যরা গণমাধ্যমকে এ তথ্য জানান।

এক সিন্ডিকেট সদস্য জানান, সন্ধ্যা ৭টা থেকে রাত পৌনে ৯টা পর্যন্ত উপাচার্য লাউঞ্জে একটি জরুরি সিন্ডিকেট মিটিং হয়। সেখানে আলোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।


বিষয়টি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমও তার ফেসবুক আইডিতে নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘প্রাথমিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ৷ নতুন এক বাংলাদেশ সৃষ্টির অগ্রযাত্রা শুরু হোক আজ থেকে।

সর্বশেষ

জনপ্রিয়