ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৩:০৭, ৭ ডিসেম্বর ২০২৫
শাহবাগ অবরোধ ৫ কলেজের শিক্ষার্থীদের। ছবি সংগৃহীত
প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্কুলিং মডেল নিয়ে সৃষ্ট অনিশ্চয়তা বাতিলের দাবিতে রোববার (৭ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে শাহবাগ মোড় অবরোধ করেন ঢাকার পাঁচটি কলেজের শিক্ষার্থীরা। এই অবরোধের ফলে গুরুত্বপূর্ণ শাহবাগ মোড়ে সব ধরনের যানচলাচল বন্ধ হয়ে যায়।
জানা গেছে, প্রকাশিত অধ্যাদেশের খসড়া ও মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে এই অনিশ্চয়তা সৃষ্টি হওয়ায় তারা স্কুলিং মডেল বাতিলের দাবি জানাচ্ছেন।
বেলা ১১টার পর ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে জড়ো হন। পরবর্তীতে সরকারি বাংলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা একসঙ্গে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে অবরোধে যোগ দেন।
এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম জানিয়েছেন, বিষয়টি নিয়ে আলোচনা করতে শিক্ষার্থীদের মধ্য থেকে ১০ সদস্যের একটি প্রতিনিধি দলকে সচিবালয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে।