ঢাকা, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫

২৫ অগ্রাহায়ণ ১৪৩২, ১৮ জমাদিউস সানি ১৪৪৭

ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২০:১১, ৯ ডিসেম্বর ২০২৫

ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

ছবি :সংগৃহীত

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় শিক্ষার্থীদের মধ্যে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মারামারি বন্ধ ও ‘ভ্রাতৃত্ববোধ’ গড়ে তোলার লক্ষ্যে এক মাস আগে করা ‘শান্তিচুক্তি’র পর আবারও সংঘর্ষে জড়ালেন এই দুই কলেজের শিক্ষার্থীরা।

নিউমার্কেট থানার ওসি মোহাম্মদ আইয়ুব বলেন, ‘ঢাকা কলেজের একটি বাসে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ইটপাটকেল ছোড়ে বলে অভিযোগ তোলা হয়। এর জের ধরেই সংঘর্ষ শুরু হয়।

আরও পড়ুন