
ফাইল ফটো
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার ভীমখালী উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার বিজ্ঞান বিভাগে থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে গঙ্গা রাণী রায়। এমন ভালো ফল অর্জন করলেও তার মূখে হাসি ফুটেনি। দারিদ্র পরিবারের মেয়ে হওয়ায় কলেজে ভর্তি হয়ে পড়ালেখা চালিয়ে যাওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েন। কারন তার পরিবারের এ ব্যয় ভার বহন করা সম্ভব নয়।
অবশেষে বিভিন্ন গণমাধ্যমে সংবাদিটি প্রকাশিত হলে সেই মেধাবী ছাত্রীর মুখে হাসি ফোটাতে এগিয়ে এলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। তিনি গঙ্গার বাড়িঘর না থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তার ঘরের ব্যবস্থা করে দেওয়ার জন্য বলেন। পাশা-পাশী নগদ ১০ হাজার টাকা প্রদান সহ তার লেখা-পড়া করার দায়ীত্ব নেন। তিনি বলেন, আমি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে জামালগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মো: ওয়ালী উল্লাহ সরকার এর মাধ্যমে তার পরিবারের খোজখবর নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসে আসার জন্য বলেন। মেয়েটি তার মাকে নিয়ে আসলে তাকে একটি ঘরের ব্যবস্থা ও লেখাপড়ার দায়িত্ব নেন। এব্যপারে গঙ্গারাণী রায় বলেন, আমি কখনও ভাবিনি কলেজে ভর্তি হতে পারব। আমি অনেক খুশি, মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনকে কৃতজ্ঞতা সহ ধন্যবাদ জানাই। আমি প্রতিষ্ঠিত হতে পারলে উনার ঋণ শোধ করার চেষ্টা করব।