Banglar Chokh | বাংলার চোখ

সুনামগঞ্জে উইমেন্স মডেল কলেজ সিলেটের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা 

জাকিয়া সুলতানা সুনামগঞ্জ থেকে

প্রকাশিত: ২১:২৬, ৮ ডিসেম্বর ২০২২

সুনামগঞ্জে উইমেন্স মডেল কলেজ সিলেটের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা 

নিজস্ব ছবি

“ আজকের মেয়েরাই গড়বে আগামীর স্বপ্নের বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে উইমেন্স মডেল কলেজ সিলেটের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এ সভার আয়োজন করে সিলেট উইমেন্স কলেজ কর্তৃপক্ষ। সভায় সভাপতিত্ব করেন কলেজের ভাইস চেয়ারম্যান ই্উএসডি ফাউন্ডেশন-এর মনসুর আহমদ লস্কর।

প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার সুনামগঞ্জের জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ রিপোর্টাস ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু। হেলাল হামাম এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক সামসুল হুদা,উইমেন্স কলেজের শিক্ষক জুয়েল রানা, শিক্ষক প্রেমানন্দ দাস, শিক্ষক সালিক আহমদ, শিক্ষক মাসুদ আহমদ অপু প্রমুখ।

পরে অতিথি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা ক্রেষ্ট বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। এসময় শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়