পিঠা উৎসবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার প্রতিবাদের জেরে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এঘটনায় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আহত হয়েছেন।
স্থানীয় ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসবে এক ছাত্রীকে বহিরাগতরা উত্ত্যক্ত করলে লোকপ্রশাসন বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী রবিন ইসলামের সঙ্গে বহিরাগত আরাফাত ও লিয়নের সঙ্গে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় ওই শিক্ষার্থীকে পার্কের মোড় থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করে ওই দুই বহিরাগত। এ খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রবিনকে বহিরাগতদের থেকে ছাড়িয়ে আনেন। এঘটনায় বহিরাগতরা শিক্ষার্থীদের উপর লাঠিসোঁটা নিয়ে ধাওয়া দিলে শিক্ষার্থীরাও পালটা ধাওয়া দেয়। একপর্যায়ে দুই পক্ষই ইটপাটকেল ছুঁড়লে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী আহত হন। এর ক্ষোভে স্থানীয় কিছু দোকান ভাংচুর করে শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় প্রক্টর গোলাম রব্বানী জানান, ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হয়েছে শুনে এসেছি। আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি। প্রশাসন আসার পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এ ব্যাপারে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার আবু মারুফ হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ ২ রাউন্ড টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। তারপরেও আমরা কঠোর নজরদারি রাখছি। এখনো কোন মামলা হয়নি।