Banglar Chokh | বাংলার চোখ

সুবর্ণচরে নবযোগদানকৃত সহকারি শিক্ষকদের প্রাথমিক শিক্ষক সমিতির সংবর্ধনা

সুবর্ণচর,( নোয়াখালী) প্রতিনিধি 

প্রকাশিত: ২১:৫০, ৫ ফেব্রুয়ারি ২০২৩

সুবর্ণচরে নবযোগদানকৃত সহকারি শিক্ষকদের প্রাথমিক শিক্ষক সমিতির সংবর্ধনা

নিজস্ব ছবি

নোয়াখালী সুবর্ণচরে নবযোগদানকৃত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, শিক্ষিকাদের সংবর্ধনা দেয়া  হয়েছে।

রবিবার ৫ ফেব্রুয়ারী  বেলা ১২ টায় সৈকত সরকারি কলেজ মিলনায়তনে  সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে প্রাথমিক শিক্ষক সমিতি সুবর্ণচর শাখা । 

প্রাথমিক শিক্ষক সমিতি সুবর্ণচর শাখার সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, প্রচার সম্পাদক ছানা উলাহর সঞ্চালনায় ও  প্রাথমিক শিক্ষক সমিতি সুবর্ণচর শাখার সভাপতি মোঃ নুর আলমের  সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈকত সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোনায়েম খাঁন, বিশেষ অতিথি ছিলেন সুবর্ণচর উপজেলা ভাইস মোহাম্মদ ফরহাদ ফরহাদ হোসেন চৌধুরী বাহার, চরবাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ  মোজাম্মেল হোসেন,  প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী আক্কাছ, প্রাথমিক শিক্ষক সমিতি সুবর্ণচর শাখার সাবেক সভাপতি মোঃ ইব্রাহিম সেলিম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সুবর্ণচর শাখার সভাপতি মোঃ  শাখাওয়াত উল্যাহ, বাংলাদেশ  প্রাথমিক শিক্ষক সমিতি  সুবর্ণচর শাখার সাধারন সম্পাদক মোঃ নাসিম ফারুকী, প্রাথমিক শিক্ষক সমিতি সুবর্ণচর উপজেলা সহ -সভাপতি মোহাম্মদ  লোকমান,  সিনিয়র সহ-সভাপতি মোঃ কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক,   সহ নবযোগদানকৃত শিক্ষক, শিক্ষিকা ও এলাকার নেতৃস্থানীয়গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন শিক্ষক মাওলানা মোঃ  আব্দুল মালেক।  নবযোগদানকৃত শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ ফখরুল ইসলাম ও নুর জাহান। 

বক্তারা বর্তমান সরকারের ভূয়সী প্রশংসা করে বলেন, বর্তমান সরকার  ২০১৩ সালে এক সাথে ২৬১৯৩ টি বেসরকারি প্রাথমিক  বিদ্যালয় জাতীয় করণ করেছেন, লক্ষ লক্ষ শিক্ষক সরকারি চাকুরি পেয়েছে, পদ্মা সেতু, মেট্রো রেল, বঙ্গবন্ধু ট্যানেল, বঙ্গবন্ধু স্যাটেলাইট, সারাদেশে মডেল মসজিদ,  পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, বড় সড়ক মহাসড়কসহ দেশের উন্নয়নে বাংলাদেশ আজ রোল মডেল।  বিনামূল্য বই, বৃত্তি,  পোশাকসহ শিক্ষা খাতে ব্যাপক বিপ্লব ঘটিয়েছেন।  দেশের প্রতিটি স্তরে আজ উন্নয়নের ছোঁয়া লেগেছে। প্রাথমিক শিক্ষকরাই হলেন জাতি গড়ার মেরুদণ্ড,  কলি থেকে ফুল ফোটায় প্রাথমিক শিক্ষকগণ,  সুশিক্ষার প্রথম হাতে খড়ি হয় প্রাথমিক শিক্ষকদের মাধ্যমে।  উন্নত জাতি গঠনে প্রাথমিক শিক্ষকদের অবদান অপরিসীম।

পরে অতিথিরা নতুন যোগদানকৃত  শিক্ষকদের  ফুল দিয়ে বরণ করে নেন। এবং আগামিতে উন্নত জাতি গঠনে প্রাথমিক শিক্ষকদের সৎ এবং নিষ্ঠার সহিত কাজ করার আহবান জানান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়