Banglar Chokh | বাংলার চোখ

জামালগঞ্জে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মা সমাবেশ 

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি 

প্রকাশিত: ২২:৩১, ১৬ মার্চ ২০২৩

জামালগঞ্জে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মা সমাবেশ 

নিজস্ব ছবি

“মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা” এই স্লোগানে সুনামগঞ্জের জামালগঞ্জে সাফিজ উদ্দিন সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২২ সালে প্রাথমিক বৃত্তি অর্জনকারী ২জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
বৃহস্পতিবার সকালে সাফিজ উদ্দিন সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের হলরুমে সভায় সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের সভাপতি জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোস্তফা জামান খান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রুহুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: শরীফ উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা গোলাম রাব্বী জাহান, বিদ্যালয়ের সহ-সভাপতি ও দাতা সদস্য মো: ওয়ালী উল্লাহ সরকার, সাবেক সভাপতি ও আওয়ামীলীগ নেতা আবুল কালাম সরকার, সাবেক সভাপতি মো: আমির হোসেন। অন্যদের মাঝে বক্তব্য দেন, কৃতি শিক্ষার্থীর অভিভাবক নূরে আলম ফরায়েজী, শিক্ষার্থী অভিভাবক ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য শাহ-কামাল, সমতারা বেগম। এছাড়াও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্যবৃন্দ শিক্ষক শিক্ষিকাবৃন্দ সহ শতাধিক মায়েরা উপস্থিত ছিলেন। পরে কৃতি শিক্ষার্থী শাহ-সুলতান ফরায়েজী প্রিয় ও বিধান রায় বাধনকে সম্মামনা ক্রেস তুলে দেন অতিথিবৃন্দ। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়