Banglar Chokh | বাংলার চোখ

কলারোয়ায় ৯০টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৫৫, ১৮ মার্চ ২০২৩

কলারোয়ায় ৯০টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

নিজস্ব ছবি

 জাতীয় শিশু দিবসে সাতক্ষীরার কলারোয়ায় ৯০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গণশিক্ষা মন্ত্রণালয়ের উপহার হিসাবে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রযুক্তি নির্ভর জ্ঞান অর্জনে পারদর্শি করে গড়ে তুলতে শিক্ষা উপকরণ ল্যাপটপ সহায়ক ভূমিকা রাখবে এই প্রত্যয়ে শুভ দিনে উপজেলার ৯০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারের বরাদ্দকৃত ল্যাপটপ বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভা শেষে প্রধান শিক্ষকদের মাঝে ওই ল্যাপটপ বিতরণের শুভ উদ্বোধন করেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান। এর পরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান পর্যায়ক্রমে উপজেলার ৯০টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে সময়োপযোগী শিক্ষা উপকরণ ওয়ালটন ব্রান্ডের ল্যাপটপ তুলে দেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়