ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৮:২৭, ৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন কমিশনার আব্দুল রহমানেল মাছউদ। ফাইল ছবি
নির্বাচন কমিশনার আব্দুল রহমানেল মাছউদ বলেছেন, এখন (তফসিলের আগে) পার্টি পার্টি যদি মারামারি করে আমার তো কোনো দায়িত্ব নাই।
আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
নির্বাচনের সব কাজ শেষ, আর কী বাকি আছে— জানতে চাইলে আব্দুর রহমানেল মাছউদ বলেন, আমার জানা মতে কোনো কিছু বাকি নাই। হয়তো ইলেকশনের একটা ব্যবস্থাপনা, ওটা আসবে, ওটা হয়ে যাবে। আরপিও এসে পড়বে।
ফেব্রুয়ারির নির্বাচনে চ্যালেঞ্জ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আপনাদের কাছে আমরা আহ্বান করব যে কি কি চ্যালেঞ্জ আছে আমাদের নজরে দেন আগে।
নির্বাচন কমিশনার বলেন, এখন যদি বলেন, চ্যালেঞ্জ তো পার্টিকুলার আইনশৃঙ্খলা। প্রত্যেক কাজের জন্য, দেশের স্থিতিশীলতার জন্য, দেশের নাগরিকদের নিরাপত্তার জন্য, দেশের উন্নয়নের জন্য— আইনশৃঙ্খলা এমন একটা জিনিস যেটা ছাড়া একদিনও চলে না। নিরাপত্তা নিশ্চিত হবে, আমরা মনে করতেছি।
গতকাল বরিশালে এবি পার্টির এক নেতা অভিযোগ করেছেন, নির্বাচনের পরিবেশ নেই— এ বিষয়ে জানতে চাইলে ইসি রহমানেল মাছউদ বলেন, বরিশালে উনার ওপর একটা হামলা হইছে। আপনি বলছেন, পরিবেশ নাই। আর পাঁচ-সাতজন বলবে যে আমাদের পরিবেশ ওই যে।
নির্বাচন কমিশনার বলেন, আমরা তাদের (রাজনৈতিক দল) স্পষ্ট করে বলে দিয়েছি যে আমাদের এই লেভেল এই ফিল্ডটা সবই তফসিলের পর থেকে আমাদের কবজায় আসবে। এখন পার্টি পার্টি যদি মারামারি করে আমার তো কোনো দায়িত্ব নাই।
ব্যালটে নৌকা প্রতীক থাকছে কিনা জানতে চাইলে রহমানেল মাছউদ বলেন, সেটা সাসপেন্ড আছে, সেটা তো বাতিল হয় নাই। সাসপেন্ড আছে।