Banglar Chokh | বাংলার চোখ

নাটোরে শান্তিপূর্ণভাবে জেলা পরিষদ নির্বাচন শেষ হয়েছে( ভিডিও)

শেখ তোফাজ্জ্বল হোসাইন,নাটোর থেকে

প্রকাশিত: ১৪:৪৮, ১৭ অক্টোবর ২০২২

আপডেট: ১৫:১৭, ১৭ অক্টোবর ২০২২

নাটোরে শান্তিপূর্ণভাবে উৎসব মুখর পরিবেশে জেলা পরিষদ নির্বাচন শুরু হয়েছে। সোমবার সকাল ৯ টা থেকে জেলার ৭টি কেন্দ্রের ১৪ টি কক্ষে একযোগে ইভিএম পদ্ধতিতে এই ভোট গ্রহণ শুরু হয়। জেলার সাতটি উপজেলার আটটি পৌরসভা মিলে ৬১৪ জন পুরুষ এবং ১৯২ জন নারী ভোটার নিয়ে সর্বমোট ৮০৬ জন ভোটার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে নাটোরে এবার চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী বর্তমান প্রশাসক অ্যাডভোকেট সাজেদুর রহমান খানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাপা মনোনিত প্রার্থী ও সাবেক সচিব নুরুন্নবী মৃধা। এছাড়া সাধারণ সদস্য পদে ৩৩ জন এবং ১২ জন সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৮ জন প্রিজাইডিং অফিসার, ১৫জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ২৮ জন পোলিং অফিসার নির্বাচনে ভোট গ্রহনের দায়িত্বে নিয়োজিত থাকবেন। নির্বাচন সুষ্ঠু, নির্বিঘ্নে   ও নিরাপদ করতে জেলা ও পুলিশ প্রশাসন সব রকম নিরাপত্তা ব্যাবস্থা গ্রহণ করেছে।  এজন্য প্রতিটি কেন্দ্রে ১০জন পুলিশ সদস্য ও ৪জন আনসার সদস্য মোতায়েন থাকবে। 
 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়