Banglar Chokh | বাংলার চোখ

  মুখ খুললেন অপু বিশ্বাস

বিনোদন

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৬, ২২ সেপ্টেম্বর ২০২৩

সর্বশেষ

  মুখ খুললেন অপু বিশ্বাস

ছবি:সংগৃহীত

ইউটিউব আইডি হ্যাকের অভিযোগ এনে ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসের নামে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন চলচ্চিত্র প্রযোজক সিমি ইসলাম কলি। মামলায় অপু ছাড়াও বিবাদী করা হয়েছে জাহিদুল ইসলাম অপু নামে আরেকজনকে। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী।

সংবাদমাধ্যমকে অপু বিশ্বাস জানান, তার চ্যানেলের কনটেন্ট চুরি করে তারই বিরুদ্ধে জিডি করা হয়েছে। তার অ্যাডমিনই বিষয়টি দেখছেন। তার চ্যানেলের কনটেন্ট চুরি করে তাদের বিরুদ্ধে জিডি করা হয়েছে। এটা হাস্যকর। তার চ্যানেল তো সাসপেন্ড করেছে ইউটিউব কর্তৃপক্ষ।’

এ বিষয়ে অভিনেত্রীর ইউটিউব চ্যানেলের অ্যাডমিন জাহিদুল ইসলাম জানান, ‘অপু বিশ্বাস’ ও ‘অপু বিশ্বাস অফিশিয়াল’ চ্যানেল দুটি থেকে দুটি কনটেন্ট হুবহু প্রচার করা হচ্ছে ‘এসকে ফিল্মস ইন্টারন্যাশনাল’ নামের একটি চ্যানেল থেকে। মাস দেড়েক আগের ঘটনা এটি। তিনি খোঁজ নিয়ে জানতে পারেন চ্যানেলটি সিমি ইসলাম কলির। আর নিজেদের চ্যানেলের কনটেন্ট থাকায় তিনি স্ট্রাইক মারেন। এর তিন/চার দিন পর দেখেন, আরও তিন-চারটি ভিডিও কলির চ্যানেলে আপলোড করা হয়েছে। পরে তিনি আরও স্ট্রাইক মারেন। এরপর ইউটিউব টিম যাচাই-বাছাই করে ওই চ্যানেল থেকে তার ভিডিওগুলো সরিয়েছে ফেলেছে।
 
বিষয়টি সাইবার ক্রাইমের আওতায় পড়ায় সোমবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর হাতিরঝিল থানায় জিডি করেন কলি। জিডি নম্বর: ১১১৫।

চলচ্চিত্র প্রযোজক ও চিত্রনায়িকা সিমি ইসলাম কলির জিডিতে লেখা অভিযোগ সময়ের পাঠকের জন্য তুলে ধরা হলো–
 
এই মর্মে জানাচ্ছি যে, আমি গত ২০১৬ সালের জুনে Hi sk Films int ও SKfilmsint 7712 খুলি। বিবাদী অপু বিশ্বাস (৩৫) ও জাহিদুল ইসলাম অপু (৩০) গত ২৯/০৮/২৩ ইং আনুমানিক ৭টায় আমার ইউটিউব চ্যানেল হ্যাক করেন। গত ৩১/০৮/২৩ ইং তারিখ সকাল ৮টার সময় ২ নাম্বার বিবাদী ১ নাম্বার বিবাদীর সঙ্গে কথা বলিয়ে দেবে বলে জানান।
 
আরও উল্লেখ করা হয়, পরে ২ নাম্বার বিবাদীর সঙ্গে মোবাইলে কথা বললে এক লাখ টাকা দাবি করেন। এ টাকা দিলে আমার ইউটিউব চ্যানেল দিয়ে দেবে, টাকা না দিলে ফেরত দেবে না বলে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদান করেন। বিষয়টি সাইবার ক্রাইম শাখায় কথা বলে সাধারণ ডায়েরি করা হলো।

সর্বশেষ

জনপ্রিয়