বিনোদন ডেস্ক
প্রকাশ: ০০:৪৮, ৭ ডিসেম্বর ২০২৫
সংগৃৃহীত
বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান আবারও বিতর্কে। বেঙ্গালুরুর একটি নাইটক্লাবে নারীর প্রতি অশালীন আচরণ বিশেষ করে মধ্যমা প্রদর্শন এর অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বিষয়টি দ্রুতই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ২৮ নভেম্বর বেঙ্গালুরুর একটি নাইটক্লাবে ছিলেন আরিয়ান। তার সঙ্গে ছিলেন কর্নাটকের মন্ত্রী জমির আহমেদের ছেলে জায়েদ খান এবং স্থানীয় বিধায়ক এনএ হ্যারিসের ছেলে মোহাম্মদ নালাপদ। আরিয়ানকে দেখে উচ্ছ্বাসে মাতেন উপস্থিত দর্শনার্থীরা।
ঠিক সেই সময় ব্যালকনিতে দাঁড়িয়ে তিনি হাত তুলে মধ্যমা প্রদর্শন করেন। সেই মুহূর্তটি ক্যামেরায় ধরা পড়তেই শুরু হয় বিতর্ক।
বেঙ্গালুরুর সাঙ্কে রোডের বাসিন্দা, আইনজীবী ওয়েইজ হুসেইন এস এই অভিযোগে বেঙ্গালুরু পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেছেন। পাশাপাশি কর্নাটক রাজ্য মহিলা কমিশনেও অভিযোগ জমা পড়েছে।
অভিযোগকারীর দাবি নাইটক্লাবে সেদিন বহু নারী উপস্থিত থাকার পরও এমন অশালীন অঙ্গভঙ্গির মাধ্যমে নারীদের অপমান করেছেন আরিয়ান।
কিউবন পার্ক থানায় আরিয়ানের নামে মামলা রুজু হয়েছে।পুলিশ ইতোমধ্যে ওই নাইটক্লাবে অভিযান চালিয়েছে। ক্লাব ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। প্রাথমিকভাবে তদন্তকারীরা খতিয়ে দেখছেন এটি আকস্মিক আচরণ নাকি কারও উদ্দেশ্য করে এ অঙ্গভঙ্গি করা হয়েছিল।
এ নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেননি আরিয়ান খান কিংবা শাহরুখ খান। আরিয়ান বর্তমানে পরিচালক হিসেবে বলিউডে যাত্রা শুরু করেছেন এবং সাধারণত আলোচনায় থাকেন তার কাজের কারণে তবে নতুন এই মামলা আবারও তাকে বিতর্কের মুখোমুখি দাঁড় করিয়েছে।