Banglar Chokh | বাংলার চোখ

শাহরুখকন্যা কি সত্যি নাতবউ হচ্ছেন, ইঙ্গিত দিলেন অমিতাভ!

বিনোদন

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৩:০৭, ১০ নভেম্বর ২০২৩

সর্বশেষ

শাহরুখকন্যা কি সত্যি নাতবউ হচ্ছেন, ইঙ্গিত দিলেন অমিতাভ!

ছবি:সংগৃহীত

বলিউড বাদশা শাহরুখের মেয়ে সুহানা খান ও অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা চুটিয়ে প্রেম করছেন। বলিপাড়ায় এ প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ার পরই টক অব দ্য টাউনে পরিণত হয়েছে এ নতুন তারকা জুটি। ঠিক সে মুহূর্তেই সুহানা-অগস্ত্য নিয়ে মুখ খুললেন ভারতীয় মেগাস্টার অমিতাভ বচ্চন।

সত্যি কি সুহানা-অগস্ত্য প্রেম করছেন? সত্যি অমিতাভের নাতবউ হচ্ছেন শাহরুখের মেয়ে? এমন প্রশ্ন এখন নেটিজেনদের মনে উঁকি দিচ্ছে। সম্প্রতি সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদন এ বিষয়ে কিছুটা আভাস মিলেছে।

ওই প্রতিবেদন থেকে জানা যায়, জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ সিনেমায় অভিনয় করেছেন সুহানা-অগস্ত্য। আর এ সিনেমায় অভিনয় করতে গিয়েই একে অন্যের প্রেমে পড়েছেন তারা।

‘দ্য আর্চিস’ সিনেমায় যেমন আর্চি আর ভেভেরোনিকার প্রেম জমেছে বাস্তবেও ঠিক একইভাবে ফেঁসেছেন তারা। যার প্রমাণ পাওয়া গেছে ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার দিওয়ালি পার্টিতে।
 
ওই পার্টির ভাইরাল ভিডিওতে দেখা গেছে, পার্টি শেষে বেরিয়ে যাচ্ছেন সুহানা। এ সময় তাকে গাড়িতে তুলে দিচ্ছেন অগস্ত্য। সুহানার গাড়ির দরজাও নিজের হাতে বন্ধ করেন অগস্ত্য। এ স্টার কিড যে একে অন্যের প্রতি বেশ দুর্বল তা স্পষ্ট হয়ে উঠেছে ভাইরাল ওই ভিডিওতে।
 
এদিকে সুহানার সঙ্গে অগস্ত্যর সম্পর্ক নিয়ে শাহরুখ ও তার পরিবারও বেশ খুশি। অন্যদিকে শাহরুখ-গৌরী কন্যাকে খুব পছন্দ করেন অগস্ত্যর মা ও বিগ বি-কন্যা শ্বেতা বচ্চনও।
 
বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রকাশিত হয়েছে ‘দ্য আর্চিস’-এর ট্রেলার। ট্রেলার দেখেই নাতির প্রশংসা করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন অমিতাভ। নিজের ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘আমার ভালোবাসা, আশীর্বাদ আর সবটা…তুমি সুযোগ্যভাবে এই মশাল এগিয়ে নিয়ে যাবে।’
 
অমিতাভের এ মন্তব্যে স্পষ্ট হয়ে উঠেছে যে, পরিবারের উত্তরাধিকার সঠিক পথেই এগোচ্ছে। আর এভাবেই আগামী দিনগুলো পার করবে দাদুর নয়নের মণি অগস্ত্য।
 
উল্লেখ্য, জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখছেন সুহানা-অগস্ত্য। তাদের অভিনীত প্রথম সিনেমা আগামী ৭ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে।

সর্বশেষ

জনপ্রিয়