Banglar Chokh | বাংলার চোখ

পরীমনির ছেলে রাজ্যের জন্যে গিফ্ট নিয়ে হাজির অপু

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৫:২৯, ২৭ সেপ্টেম্বর ২০২২

পরীমনির ছেলে রাজ্যের জন্যে গিফ্ট নিয়ে হাজির অপু

ছবি:সংগৃহীত

সময়ের আলোচিত বিষয় ঢালিউডের জনপ্রিয় নায়িকা ও নায়ক পরীমনি-শরিফুল রাজ দম্পতির ছেলে সন্তান রাজ্য। রাজ্যকে ঘিরে সুখে সময় পার করছে এই সফল দম্পতি। পরীমনি সন্তান সম্ভাবা হওয়ার পর থেকে দেশের গণমাধ্যমে বিভিন্ন সময় খবরের শিরোনাম হয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সাড়ে ১০টার দিকে নিজের ফেরিভাইড ফেসবুক পেজে কয়েকটি ছবি দিয়ে স্ট্যাটাস দিয়েছেন পরীমনি। এই স্ট্যাটাসের ক্যাপশনে তিনি লেখেন, এই মানুষটা একটা ভালোবাসা। আমার ডেলিভারির দিন এই মানুষটাই প্রথম ছুটে গেছিলো হসপিটালে… সেদিন আবার নিজের হাতে এত্তসব মজার নিরামিষ করে নিয়ে এলো।

এতে আরও লেখেন, ‘রাজ্যের জন্যে দুই হাত ভরে কত গিফ্ট! তুমি একটা মায়া কিন্তু।
ভালোবাসি অপুদি। তোমার লাল শাড়ির জন্যে অনেক শুভ কামনা।’ স্ট্যাটসে নায়িকা অপু বিশ্বাসকে ট্যাগ দিয়েছেন পরী।

প্রসঙ্গত, চলতি বছরের গত ১০ আগস্ট শাহীম মুহাম্মদ রাজ্যকে জন্ম দেন পরীমনি। ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন শরিফুল রাজ ও পরীমনি। দীর্ঘদিন গোপনেই ছিল তাদের বিয়ের খবর। চলতি বছরের ১০ জানুয়ারি বিয়ের খবর প্রকাশ্যে আসে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়