Banglar Chokh | বাংলার চোখ

 অভিনয়ে ফিরছেন মিম

 বিনোদন ডেস্ক 

প্রকাশিত: ১৭:৩০, ১২ জানুয়ারি ২০২৩

 অভিনয়ে ফিরছেন মিম

ছবি-সংগৃহীত

গত বছর ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমা দিয়ে রুপালি পর্দায় ঝড় তুলেছিলেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মিম। এ বছরও দর্শক মাতাতে ব্যক্তিগত ছুটি কাটানোর পর নতুন একটি ছবির শুটিংয়ে ফিরছেন তিনি।

বিবাহবার্ষিকী ও নিজের মতো করে নতুন বছরের কিছুদিন কাটাতে এতদিন স্বামীর সঙ্গে দুবাই ছিলেন মিম। বুধবার (৪ জানুয়ারি) স্বামীর সঙ্গে দুবাইয়ের কিছু গুরুত্বপূর্ণ স্থানের বেশ কিছু সুন্দর মুহূর্তের ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেন।

আট বছরের ভালোবাসা আর এক বছরের বিবাহিত জীবন, সর্বমোট নয় বছরের সম্পর্কে স্বামীর সঙ্গে বেশ ভালো সময়ই কাটিয়েছেন তিনি।

ভ্রমণ শেষ করে গত রোববার দেশে ফিরেছেন বিদ্যা সিনহা মিম। দেশে ফিরেই নিচ্ছেন নতুন ছবির শুটিংয়ের প্রস্তুতি। নতুন সিনেমাটির নাম ‘মানুষ’। এ সিনেমায় মিমের বিপরীতে অভিনয় করবেন টালিপাড়ার জনপ্রিয় নায়ক জিৎ।

সঞ্জয় সমাদ্দর পরিচালিত মানুষ সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী মিম। সিনেমাটির জন্য পুরোদমে কাজ করতে আগামী ১৫ জানুয়ারি থেকে শুটিংয়ে অংশ নেবেন জনপ্রিয় এ চিত্রনায়িকা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়